.
হারিয়ে গেছে আমার সাধের
সেই ছোট্ট বেলা,
বসে বসে খুব খেলতাম
ইকির মিকির খেলা।
চু কিত কিত লুকোচুরি
কখনো বা রুমাল চুরি,
ধাপ্পা দেওয়া,ছুটোছুটি
ছিল আবার কাটাকুটি ।
.
.
ধীরে ধীরে হারিয়ে গেল
আমার শিশুবেলা,
বিকেল বেলায় মাঠে গিয়ে
হা ডু ডু খেলা।
থাকতো হাঁটুর চামড়া ছেঁড়া
হ্যারিকেনের আলোয় পড়া,
আড়চোখে তাকিয়ে দেখা
কাঠের আঁচে রুটি স্যাকা।
.
.
স্মৃতি হয়ে আছে শুধু
আমার শিশুবেলা,
ভাই বোনেরা মজা করে
দেখতে যেতাম মেলা।
কাঠের পুতুল বাঁশের বাঁশি
কিনে দিত ছোট মাসি।
জিলিপি আর পাঁপড় ভাজা
বাড়ির জন্য আসতো খাজা।
.
.
উঠছে ভেসে সামনে চোখে
ছোট বেলার পূজা
পৌষ পার্বণ নবান্ন তে
হতো কত মজা ।
ঢেঁকির আওয়াজ আসতো কানে
চালের গুড়ো আতপ ধানে।
পিঠেপুলি,মিষ্টি, পায়েস
মিষ্টি রোদে দারুণ আয়েশ।
.
.
ছোটবেলার মধুর স্মৃতি
পড়ছে ভীষণ মনে,
ইচ্ছে করে আরেকটি বার
ফিরতে সেই ক্ষনে।
.
.