You are currently viewing হাসি

হাসি

হাসি
উমর ফারুক

আমাকে একটুকরো হাসি দিও
যে হাসি কেবলই
মুখের ঠোঁট জুড়ে থাকবে…
পৃথিবীর হাসিটা মৃত জরাজীর্ণ মরুভূমি ।

এই জীবন—
ঠুনকো সুখময় আলোকের জ্বলন্ত সিগারেট ।
হতাশার তীরচ্ছেদে আহত হয়েছে শান্তি
হয়ে গেছে হৃদয়ের ব্যবচ্ছেদ
কখনো কি হাসি বয়তে পারে!!

IMG-20230318-WA0010.jpeg

UMOR FARUK

Leave a Reply