কি রুপে সেজেছ তুমি বঙ্গজননী।
তোমার রূপ , তোমার মাধুর্য,
বিকৃত ভাবনায় বলিদান আজ।
কৃত্তিমতার পৃথিবীতে তবু ,
তোমার বিকল্প নাই।
.
তুমি নানা রূপে বিরাজ মান,
অন্ন দাতা তুমি, হে বিশ্বমাতা।
বস্ত্র বাসস্থান তোমারই তো দান।
তবুও ধীরে ধীরে হারিয়েছ,
সন্তানের প্রতিদান।
.
তুমি নিঃশেষ হয়েছে আবর্জনার আস্থাকুঁড়ে।
তুমি আজ পূর্ণিমার রাতে ঝলসানো রুটি নও।
তুমি আজ খড়্গহীন, বর্মহীন পরাজিত সেনানায়ক।
এ সমাজ মুড়ছে তোমায়,
প্লাস্টিকের মোড়কে।
.
ঘুমহীন রাত্রে তুমি ক্লান্তি ময় চোখের চাহনি।
সব ফুরিয়েও আজ তুমি,
সময়ের ইতিহাসে বিকৃতকায় কৃতদাস।
তাই তুমি ওঠো জাগো,
ও দিব্য চক্ষু দাও।।
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika