ম্লান হয়ে আসছে
রৌদ্রক্লান্ত দীগন্তের মত
তুমির ও দুচোখ, পরিবৃত্ত সব দৃশ্য
স্মৃতি স্মারক হয়ে উঠতে
উদ্যত, তিতিক্ষার অন্তরে।
বিরাট বিশ্লেষিত অনুরাগ
তোমার সৌন্দর্য সৌজন্য নিয়ে
নীলাম্বরীর অনুকম্পা আদ্র
দাম্ভিক শান্তির তুলো মেঘ উড়েযাচ্ছে।
হয়ত তুচ্ছসার এ আমার
মোহের স্বর্ণাভ বিকেল কে
ঢাকছো সুপ্রাচীন পিরামিড অন্ধকারে !
একটু আছিলায় উদ্যায়ী
সাধেরা উন্মুক্ত শোকের চোখ
হয়ত খুঁজবে তোমার
দুর থেকে আরো দুরে
চলে যাওয়া পটভূমির শেষ সীমানায়,
আছড়ে পড়ববে ব্যার্থ কৃষ্ণ বাঁশির
করুণ সুর হয়ে মননে,
ঠিক তখনি হয়ত তুমি
বুঝবে, চলেছ অনেক দুরে –
উছলে উঠবে বিরাম আস্বাদনের
সে নাটকীয় হাসি, হি হি রবে।