বিশ্বের কবি তুমি এতই মহান
তোমার গুনের আছে নানা কাহন
জন্ম জানালো তেজে প্রখর রবি
তীব্র জ্যোতি তোমার বিশ্ব কবি।
আলোয় ভরিয়ে দিলে সারা ভূবন
বাঙলার গৌরব বাঙালির মন।
লিখে গেলে কত কি কাব্য কথা
সবারই মনের কথা হয়ে গেল তা।
আজকের দিন টা ভার হয় মন
প্রকৃতি ও কাঁদছে ২২ শে শ্রাবণ।