সেদিন ছিল ২২ শে শ্রাবণ
কবিগুরু তুমি করেছিলে মৃত্যুবরণ,
সুগন্ধ আর মধুর ছন্দ
ছিল তোমার প্রশ্বাসে
কবিগুরু তুমি করেছিলে মৃত্যুবরণ,
সুগন্ধ আর মধুর ছন্দ
ছিল তোমার প্রশ্বাসে
কোথাও যেন হারিয়ে গেল
আজ তোমার সেই নিঃশ্বাসে।
দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে তুমি
তৈরি করতে মিত্র মেলা,
আজ তোমার সেই নিঃশ্বাসে।
দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে তুমি
তৈরি করতে মিত্র মেলা,
এভাবে খেলতে খেলতে
কাটিয়ে দিলে জীবন বেলা ।
রইল না তোমার ধরার বুকে
কোন কিছুরই ঋণ,
কাটিয়ে দিলে জীবন বেলা ।
রইল না তোমার ধরার বুকে
কোন কিছুরই ঋণ,
তোমার গানে শুনছে জগৎ
মধুর ছন্দের বীণ ।
নয় মোরা আজ দুঃখিত
তুমি সবার বুকে স্থিত,
মধুর ছন্দের বীণ ।
নয় মোরা আজ দুঃখিত
তুমি সবার বুকে স্থিত,
হয়নি আজও ধরার বুকে
চিরন্তন তব মৃত।
চিরন্তন তব মৃত।