উপহার — অতনু মিশ্র

উপহার — অতনু মিশ্র


উপহার   --  অতনু মিশ্র


একটা আকাশ প্রেম দিলাম,
একটা বুক আলো-
এক পৃথিবী স্বপন দিলাম,
বাসবে আমায় ভালো?

একটা আকাশ সূর্য দিলাম,
একটা বুক নদী –
এক পৃথিবী জোৎস্না দেব
বাসবে ভালো যদি।

একটা আকাশ আঁধার দিলাম,
জমাট বাঁধা মেঘ-
এক পৃথিবী কান্না দিলাম
অপ্রতূল উদ্বেগ।।

Leave a Reply