তোর জন্য ছিঁড়ে দিয়েছি
স্বপ্নচূড়োর ক্ষীন আবরণ
ভর্ত্তি রোদের দুপুর বেলায়
কাঁটার গোলাপ ছিঁড়লি যেদিন
শালুকডোবায় সাঁতরে ছিলাম
স্বপ্ন শালুক দেবো তুলে
তোর তো ছিল ভগ্ন আকাশ,
ছেঁড়া বোতাম,নগ্ন উঠোন
আমার শুধু রক্ষা করা, কাঁটার গোলাপ ,
শালুকডোবার স্বপ্ন শালুক |
স্বপ্নদিনে ,রাতের মতো স্নিগ্ধ ছায়ায়
চাঁদের আলো তোর আঙিনায়
চাঁদ চেয়েছি,চাঁদ দিয়েছিস ,দুকোল ভরে |
বসে বসে ভাবছি ভিজে
পরন কাপড় রাখছি খুলে
রাখছি তুলে ব্লাউজ শায়া
হারিয়ে পাওয়া জামার বোতাম
সিঁদুর শাঁখায় গর্ব্ব আমার
দিয়েছিলি শ্রাবণবেলায়,
চৈত্রমেলায় চুলের রিবন |
যাপন জুড়েই টানাপোড়ন
তোর,
আসা যাওয়া ইচ্ছেগুলো
ভাসিয়ে দিলাম অনেক দুঃখেই
তোর,
স্বপ্ন আঁকা বন্ধ হলো,
ডুবে গেলি যাপন ক্ষুধায়|
অল্পস্বল্প স্বপ্ন আঁকিস্
মাঠ,টেবিল আর নক্সা ভুলে |
জীবন জালে জড়িয়ে গেছিস
ভালোই হলো,
সংসারটা ভাসলো না মোর
কুলকিনারার অথৈ জলে |
রোজই ভোরে মাড়ুলি দিই
তোর উঠোনে প্রদীপ জ্বালাই,
বত্রিশ বছর সকাল সন্ধ্যে উনুন ধরাই,
রান্না করি,বাসন মাজি,কাপড় কাচি
ধোয়াই মোছাই
ছেলেদুটোর খেয়াল রাখি
তোর মতো না হয় বাউন্ডুলে |
মাঝরাত্রে..
প্রায় দেখি,
আমাকে কি লুকিয়ে রাখিস
আবোল তাবোল আবার লিখছিস!
খ্যাপা বাতাস বইছে বুঝি ,
চিলেকোঠার খুপরি ঘরে ?