জীবনের বেশ অনেক টা পথ চলার পরে তোমার সাথে দেখা হল।
এতটা পথ হাঁটতে হাঁটতে তো দেখা হ’ল অনেক মানুষের সাথেই।
মনের থাকার পাতায় তারা থাকবে অনেকেই।
আর তুমি? তোমার জন্যে কেন একটু অন্যরকম অনুভূতি তৈরি হ’ল নিজেই জানি না। তোমার সঙ্গে সময় কাটালে কেন জানি না মনটা ভাল হয়ে যায়।
বিষন্নতা বা হতাশা মনকে ঘিরে ধরলে, তোমার কথা মনকে শান্ত করে দেয়।
বড় সুন্দর করে কথা বলতে পার তুমি।
খুব ভাল বন্ধু হয়ে তুমি আছ, তুমি থাকবে আমার হৃদয়পুরে, হৃদয় জুড়ে।
কিন্তু হয়তো বন্ধুত্বের চেয়েও
একমাত্রা বেশী হয়ে আছ মনের গভীর তম কক্ষে।
এ সম্পর্কের সঠিক নাম দিতে আমি যে বড়ই অপারগ।
সব সম্পর্কে র বোধহয় নির্দিষ্ট নাম হয় না।
থাক না কিছু সম্পর্ক নামহীন হয়ে ,ক্ষতি কী