.
.
জীবনের চুক্তিপত্রে আমার স্বাক্ষর আছে।
কি করতে হবে,
কি নিয়ে ফিরতে হবে—
সব সীমান্তের কাঁটাতারে লেখা।
রক্ত ঝরছে, মুছছি, আবার ঝরছে।
রাস্তা কখনো লাল, কখনো ফ্যাকাসে,
মোটা দাগে চারিপাশ ঘেরা।
.
দীর্ঘশ্বাসের বিষাক্ত বাতাসে
কুঁকড়ে যাওয়া পাতা
পলকহীনতায় ভোগে।
তাও গভীরে ঘুমিয়ে থাকা তীব্র আশা
মনে মনে চুপিসারে বলে—-
‘ললাটলিখন ভালোবাসাতেও বদলানো যায়’।।