ফুলের মালা নয় গো আমার কাঁটার মালা দিও কাঁটার স্পর্শে করুণ হর্ষে হোক না রমনীয়
.
পথের কেতন কাঁটা তখন
হবে আমার হৃদয় রতন
স্মরণ – মনন-ভুলবে যখন তোমায় হে প্রিয়
.
অনাদর আর অবহেলায়।
কত কুসুম ঝরে যে যায়
হৃদয় কুসুম ঘুমে নিঝুম–তারে জাগিও।
ফুলের মালা নয় গো আমার কাটার মালা দিও ।।
.
.