দূরত্বই হোক আজ কঠোর ভালোবাসা৷
আজ তফাতের ‘স্টে হোম‘ জীবন হোক আগামীর হাতে হাত রাখা,
ভুলে যাই আজ হাতে হাত কাঁধে কাঁধ
আগামীর সংশয় সরিয়ে৷
এসো আজ জমায়েতে ডিডিটি ছড়াই,
এসো আজ মিছিলের মুখে মাস্ক বেঁধে দিই,
এসো আমাদের অভ্যাসে স্যানিটাইজড করি দৃঢ় ভালোবাসার হাত৷
কঠিন সময়ের অসুখ,বাতাসে উড়ছে ভয়
কি হয় কি হয়!
তবুও সতর্কতার বেড়া শক্ত করি৷
একজোট হই গ্যাদারিং ভেঙে,
একান্ত বাঁচা আর বাঁচানোর পন্থায় সচেষ্ট হই অনর্গল৷
এসো আজ লকডাউনের রাস্তায় হাঁটি সচেতনে,
হাঁটতে থাকি নিজস্ব মানবিক পদক্ষেপে,
মনবলের ‘জনতা কার্ফু‘ আলোকিত করে প্রাণ৷
এসো বিফলতার লম্ফ নিভিয়ে দিই
ছিনিয়ে নিই নতুন সূর্য,
আলো বাতাস ঘিরে উঠোন ভর্তি হোক আমাদের দূরত্বে বোনা ফসলের মাঠ৷
নিয়মের নীতিতে দূরীভূত হোক মহাভয়,
মহামারী করোনা থাবার চক্রান্ত নিষ্ফল হোক হেসে উঠুক আমাদের দেশ…
Post Views:
10