সব দুঃখ ভুলে যেতে নেই
রেখে দিতে হয় স্মৃতির পাতায়
দুঃখের পিছুটানে শহর হাসে মনের কোনায়।।
চিৎকার করে শাওয়ারের নিচে কষ্টকে হালকা নয়
এই কষ্ট জমা হয়ে থাক নিয়ে অতীতের পরিচয়।।
বেঁচে আছে সব দিন নিয়ে খন্ড খন্ড ইতিহাস
পিছন ফিরে পিপাসিত হৃদয়ে কিছু দীর্ঘশ্বাস।।
জীবনে বার বার যদি হতে হয় পরাজিত
ভাষাহারা হৃদয় খুঁজে ফেরে শুধু ব্যর্থ বনান্তর।
ভীষণ ভালো মনে করো এটি
হেরে যেও না নিয়ে গভীর সংশয়।।
এই ব্যথার পিছুটান নিয়ে যখন আসবে জয়
আনন্দ টা অনাবিল হবে কেটে যাবে ব্যর্থতার ভয়।।
ঠকেছি যেদিন সেদিন আজ চলে গেছে অতীতে
পিছুটান ধরে রেখেদিয়ে এগিয়ে এসেছি সম্মুখে।
ভীষণ ডাকে সেই পুরাতন অনেক মায়ায় ঘেরা
জয় আজ হয়েছে জয়ী নিয়ে জীবনের ধারা।।