স্বপ্ন ছিন্ন – অসীম কুমার চট্টোপাধ্যায়
অফিস থেকে শান্তনু ফিরতেই সুচরিতা সুখবরটা দিল । বলল , তোমাকে একটা সারপ্রাইস দেওয়ার আছে । অবাক হয়ে শান্তনু বলল , কী সেই সারপ্রাইস ? বলছি । তার আগে তুমি বলো এর জন্য আমাকে কী দেবে ? আরে , কিছু না জেনে আগের থেকে কী বলবো ? সুচরিতার মুখটা কেমন শুকিয়ে গেল । সেটা লক্ষ করে শান্তনু বলল , ঠিক আছে , একটা ভালো উপহার দেব । আবার হাসিতে ঝলমল করে উঠলো সুচরিতার মুখ । বলল , তোমাকে না জানিয়ে আমি প্রেগ কালার টেস্ট করতে দিয়েছিলাম । আজকে নিয়ে এলাম রিপোর্ট । পজিটিভ । অত্যন্ত আনন্দে শান্তনু জড়িয়ে ধরলো সুচরিতাকে । কোলে তুলে নিল । বলল , তার মানে আমাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে । তুমি মা হবে আর আমি বাবা । ভাবলেই একটা দারুন অনুভূতি হচ্ছে । আমাদের বিয়ে হয়ে গেছে না না করে তিন বছর । এতদিনে ভগবান মুখ তুলে চাইলো । বলো , কী উপহার তুমি চাও ? আনন্দে শান্তনুর দু গালে দুটো চুমু খেয়ে সুচরিতা বলল , একটা মটরদানা হার দেবে বলেছিলে । সেটা কিন্তু দিতে হবে । ও বাবা ! সে তো অনেক দাম । এখন এত টাকা ম্যানেজ করা মুশকিল । তারপর এই তো শুরু হবে ডাক্তার খরচ । এখন তো বাচ্চা নরমাল হয় না মানে ডাক্তার রা বেশি টাকার লোভে সব সিজার করতেই বেশি উৎসাহী । এক বিশাল টাকার বিল ধরিয়ে দেবে । উঠে গেল সুচরিতা । শান্তনুর এই গরিবীপনা তার মোটেই ভালো লাগে না । সব সময় কাঁদুনি গাইছে | খালি নেই আর নেই ।এত ভালো একটা খবর দিল , কোথায় নিজের থেকেই বলবে , ঠিক আছে কালকেই চল অঞ্জলী জুয়েলার্স । তা না , এক গাদা ফিরিস্তি । রাগ ধরে যায় । রান্না ঘরে চা বানাতে বানাতে সুচরিতা বলল , তোমার কাছে ছেলেকে একদম ঘেঁষতে দেব না । ওকে জানাবো ওর মার দুঃখের কাহিনী । যতদিন ও পেটে থাকবে ওর সাথে গল্প করবো । ওকে বলবো , তুই কিন্তু বাবার মত গরিব হবি না । মস্ত বড়লোক হবি । ইঞ্জিনিয়ারদের চেয়েও নামি ডাক্তারদের রোজগার বেশি । তুই বড় হয়ে ডাক্তার হবি । একদম বিলেত ফেরৎ । সেই থেকে শুরু । নেশায় পেয়ে গেল সুচরিতাকে । শান্তনু অফিসে বেরিয়ে গেলে স্নানটা সেরে নিত । তারপর নিজের জন্য কফি বানিয়ে গিয়ে বসতো বিছানায় । চলতো পেটের ছেলের সাথে গল্প । কত কথা । এই হবি , ওই হবি , সেই হবি । ঠাকুর ঘর থেকে সব শুনতে পেতেন শাশুড়ি । পুজো সেরে চলে আসতেন বৌমার কাছে । মাথার কাছে বসে হাত বুলাতেন সুচরিতার মাথায় । বলতেন , বৌমা , তোমাকে একটা কথা বলি । রাগ করবে না কিন্তু । এই সংসারে শাশুড়ি বউয়ের সম্পর্কটা বেশ ভালো । বৌমার কোনো ব্যাপারেই না বলেন না । ছেলে কিছু বললে বলেন , এই তো বয়স । এখন একটু সখ করবে না তো কবে করবে ? আবার কখনো বলতেন , বিয়ের পর মেয়েরা স্বামীর কাছে আবদার করবে না তো কার কাছে করবে ? বিয়ের… Read More »স্বপ্ন ছিন্ন – অসীম কুমার চট্টোপাধ্যায়