.
সুখের পাতায় আগুন গিয়ে
আমি জ্বলেছি অগ্নি উৎসব
আমি জ্বলেছি অগ্নি উৎসব
এক দীর্ঘ তিমির পথ পারি দিয়েছি আমি
চেরাপূঞ্জির এক আদিম গুহায়
কাশ্মীরের দীর্ঘ তমসার টার্নেল পথ
ভাঙা আয়নার মতো ছড়িয়ে আছে চতুদিকে
আমারই শরীরের রক্তাত আঠারো বাইশ তিরিশ
চল্লিশ এখন শেষ দুপুরের মরা রোদ যাট
জীবনের মতো অন্ধকার আর কোথাও নেই
সেই অন্ধকারে নৃত্য করে ভূতেরা দৈত্যরা
হিংস ফনা তুলে প্রেমের কথা বলে সর্প
জীবনের একরাশ নিবিড় অন্ধকারে
ডুবে যায় শত শত উজ্জ্বল নক্ষত্ররা
সত্যরা অট্যহাসে করে দীর্ঘ উল্লাস
শানিত ছুরিতে প্রতিটি রাত খুন হয় নি:শ্ব্দে
জীবন কখনও একবিন্দুতে এসে মেলে না
অশ্লীল অশার্ব শব্দে ফোঁটে বিষধর পদ্ম
জীবন এক মহা প্রতারক
জীবনের কোথাও যদি থেকে থাকে
এক টুকরো সাদা
নিয়ে এসো এক গ্লাস কালি
আমি নিজের হাতে আঁকি এক অন্ধকার আকাশ।
আমি নিজের হাতে আঁকি এক অন্ধকার আকাশ।
আপনার মতামত এর জন্য