.
[post-views]
.
কখনো কখনো লুকিয়ে থাকা আলোটার বোঁটায়
থরো থরো ফুলের সংসার দেখি বিস্ময়ে।
এতসব ব্যারিকেড ঘরে বাইরে,
এতসব বৈরিতার তীর ছুঁড়ছে বিরুদ্ধতার তীরন্দাজ,
এতসব ধূর্তামি…..
এতসব বঞ্চনা…..
ঢেকে দেয় ভোরের ঘাসফুলের অমিমাংসিত স্বপ্নঘোর।
তবুও তাদের ছুটে চলা প্রসন্ন কথার ঝড়ে,
অবিরাম সরিয়ে রাখে ক্লেদাক্ত সময়টাকে।
দেয়ালের শরীর থেকে উঠে গেছে যেখানে নীতিবাদী পলেস্তারা,
উঠে গেছে বিনয়ী পঙক্তির সুপাঠ্য মর্মরধ্বনি;
সেখানে শান্তিময় সরল চাউনি দিয়ে ফুলগুলোর আড়মোড়া ভাঙ্গে শিহরণের পিঠে।
সওয়ার হলো সুঠাম দিনগুলো
সতেজ, ফলবতী খেতের সবুজ- অবুঝ কবিতারা তাই—
নৈমিত্তিক সুখের কন্দর মুখর করেছে অবলীলায়।
.
আপনার মতামত এর জন্য