.
এ্যাই রিকশা, যাবে?
সিলেবাসের পাঠ্যবইয়ের মতন ক্লান্তিকর
এই জীবন
মুখস্থ করতে করতে একেবারে
শেষ কিনারায়-
টুকরো টুকরো সুখানুভূতিগুলো
তারই মাঝে গল্প-উপন্যাসের ছেঁড়াপাতা মতন
উড়ে বেড়ায়
সিলেবাসের বাইরে।
একবার ফিরে যেতে চাই
সেই স্কুলবাড়িতে
দেখে নিতে হবে ক্লাস নাইনের লাস্ট বেঞ্চটায়
কাঁটা-কম্পাস দিয়ে খোদাই করা
একটা প্লাসচিহ্নের দু’দিকে আমার আর তোমার নাম
এখনো রয়ে গেছে কিনা
এখন আর নাম ধরে কেউ ডাকে না।
বেঁচে থাকা শুধুই সম্পর্কনির্ভর
নামহীন
তবু এত পিছুডাক কেন?
তাহলে কি একবার ফিরে যাব?
এ্যাই রিকশা, যাবে?
আপনার মতামত এর জন্য