মাকড়সা জালে বন্দী পুরোনো বই-পত্রের সংসার
হাতড়াতে গিয়ে যেভাবে দেখা হলো সহজপাঠের সঙ্গে
যেভাবে সহাস্যে ডেকে নিলো পুরোনো পত্রের রৌদ্ররথ
ঠিক সেভাবে কদাচ দেখতে চাইনে আর
নুন আনতে পান্তা ফুরোনোর দাগী দুপুরগুলো
যদিও সেসব বেদনাদায়ক বেদান্ত চিরকালীন নিদে
স্মলপক্সের মত ভুলে গেছি সেদিনের পাঠ
তথাপি জুতো সেলাই থেকে চন্ডিপাঠের ক্লাসেই আছি……
আমার প্রাপ্য ঈশ্বরের বরাদ্দ আশ্চর্য রেশনের পরে
কোথাও কোনো হলুদতা বা পিপাসা জ্যান্ত থাকলেও
চারিদিকে কান ভাঙানি তত্ত্বের চোরা গলিতে ঢুকে
বলির মত এখনও দু’খন্ড হইনি ভিতরে
একমনে এককলমে ছুঁয়ে আছি তাত্ত্বিক একতারা
স্পাইনালকডে নার্ভের স্থায়ী অবরুদ্ধতায় চড়ে
দু’দু’বার যমদ্বার ভ্রমন ও শমনকে স্যালুট
তারই অতিরিক্ত রোদ্দুরে আমি পুনঃজন্ম কলম …….
সময়ের কপিকলে সূর্য প্রতিদিন নেমে যাচ্ছে ইদাঁরায়
লেখাগুলো গুছিয়ে মলাটবন্দী করার জ্যান্ত স্বপ্ন
অষ্টপ্রহর নিরন্তর চাবকাচ্ছে আমাকে, নিরন্তর-
আজও হয়ত ঘরে-বাইরে পিছিয়ে আছি কয়েক দশক
যেমন ভিতরে যুগপোযোগী একটা মুঠো ফোনের ক্ষিদে
আজও ভাইপোকে তেল মেরে ফেসবুকে ছোটাচ্ছি প্রসব
দু’একটা বাৎসরিক মাইলস্টোন পেরোলেই –
অনায়াসে পৌঁছে যাবো বার্দ্ধক্যভাতার টেবিলে……
জুতো সেলাই থেকে চন্ডিপাঠের ক্লাসেই আছি
যদিও ক্ষিদে পেলেও বলতে পারিনা, মা, কবি সম্মেলনে যাবো
তথাপি হাড় গিলে সময়ের কান ভাঙানি স্রোতে মুতে দিয়ে
হাঁটতে হাঁটতে আওড়াচ্ছি অখন্ড অভীষ্ট জেতার স্তব ……।
.
আপনার মতামত এর জন্য