হ্যাঁ পেরেছি। বানিয়ে ফেলেছি মনটাকে একদম একটা সাদা ক্যানভাস।
নাঃ লাল, কালো এসব কোনো রঙের আর আঁচড়
পড়বেনা। বরং বানাই বালিশিল্প।
স্তরে স্তরে বিধৃত হবে প্রাপ্তি অপ্রাপ্তির গুণিতক।
দিকহীন, দিশাহীন,চিহ্নহীন ।
না ঘটনার ঘনঘটা
না বর্ণনার ছটা।
লিরিকের বাড়াবাড়ি তো নেই, নেই, নেই।
একেবারে সাদা —
শূন্য শুধুই শূন্য!!!
.
আপনার মতামতের জন্য