ভাইরাস
.
এই শহরে নেই পাখি
মোবাইলে ছেলে মেয়ের আখি
ক্লাশ চলছে অনলাইন
কিছু ছাত্র বেলাইন
স্কুল নেই, নেই খেলা
মাঠে নেই পড়ুয়াদের মেলা
যতদিন যাচ্ছে দমবদ্ধ হচ্ছে মন
বাড়ি আসে কোন আত্মীয় স্বজন।
.
করোনা
.
করোনা করোনা করনো
শব্দটা নতুন একদম না
মা বাবা শুধু বলতো
এটা করোনা ওটা করোনা
করোনা যে একটা ভাইরাস
হলে থাকে না বাঁচার আশা।
.
আপনার মতামতের জন্য