লোভে পড়ে পাপ করেছি
প্রভু ক্ষমা চাই,
এত পাপের ভারের জন্য
মনে শান্তি নাই।
নিজের কথা ভেবে শুধু
করে গেছি কাজ,
হিংসা ভরা মনটা নিয়ে
ভুলে গিয়ে লাজ।
ভালো কর্ম করিনিতো
ভোগ করেছি সুখ,
কেমন করে এখন প্রভু
দেখাই আমি মুখ?
গরিব দুখী চাইলে পরে
দেইনি কিছু দান,
বন্ধ রাখি শোনার জন্য
খাড়া দু’টো কান।
কি যে করি এখন আমি
সময় বয়ে যায়,
ভুলের জন্য প্রভু তোমার
মনটা ক্ষমা চায়।
.
আপনার মতামতের জন্য