ওরা যখন আমাকে মূল্য দেয় না
চেষ্টা তাদের বদ উদ্দেশ্য চরিতার্থ করার
তারা আমাকে নির্যাতন করে
অবমূল্যান আমার,
ঠিক তখনই, বাতাসে তুফান,
আকাশে বজ্রপাত, সাগর উত্তাল;
জঙ্গলে যে সিংহী ঘুমায়
জেগে ওঠে আমার অন্তরে,
ঠিক তখনই আর ঠিক তখনই,
যখনই তাকে অবহেলা করে,
মূল্য দেয় না তার
নির্যাতিত করে অসন্মান করে
পায়ে ঠেলে ওরা অন্তরাত্মা আমার,
জেগে ওঠে আমার অন্তর
জানতে পারি আমি,
কত মূল্যবান সে অন্তরাত্মা আমার
কত সএ ওজনদার
আমার হৃদয়ে কত গভীর শিকড় তার,
বুঝি আমি
তাকে রক্ষা করার দায় আমার।
.
আপনার মতামতের জন্য