নগেন কাকা ঝুড়ি ভর্তি
আলু পেঁয়াজ নিয়ে,
সারাটাদিন বসে থেকে
বেচেন হাটে গিয়ে ।
সবাই চেনে সবাই জানে
মানুষ তিনি ভালো,
বয়স কাকার ষাটের ঘরে
তবু চুলটা কালো ।
সেদিন দেখি ওই ঝুড়িতে
ছোট্ট একটা মিনি,
দেখে অামার ইচ্ছে হলো
টাকা দিয়ে কিনি ।
সামনে গিয়ে জিজ্ঞেস করি
বেচবে নাকি কাকা,
কথা শুনেই বস্তা দিয়ে
দিলেন তারে ঢাকা ।
হেসে বলেন হাটে আসবে
মিনি ধরলো বায়না,
তাইতো আমি নিয়ে এলাম
পোষ্য বেচা যায় না ।
আপনার মতামতের জন্য