অনেক কষ্টে জমি তৈরি করেছি
শ্রম,ঘাম নিষ্ঠায় বীজতলা তৈরি
করেছি,অপেক্ষায় কেটেছে দিন
বিনিদ্র রাত,ফসল ফলাতে চাই।
যারা অপরাধীর মত সব সুযোগ
নিয়ে চলে গেছে প্রতিদান ছাড়াই;
তারা জানে না জমি তৈরি করতে,
ফসল ফলাতে,বোঝে না সংগ্রাম।
এতদিন মুখ বুজে সব করে গেছি
প্রত্যাশার ছবি এঁকেছি,সব ছবিরা
বিবর্ণ হয়ে গেছে,ধূসর অতীতে সব
কষ্টলিপি চলে গেছে মমার্ত ছেড়ে।
পরিযায়ী সুবিধাভোগীরা ওঁৎ পেতে
বসে আছে,জমি দখল নেবে বলে…
আস্থা আর নির্ভরতাকে আশ্রয় করে
তৈরি জমি,এবার ফসল ফলাতে দিও।
সারা ক্ষেত জুড়ে এবার তীব্র হাহাকার
ঝরে যাওয়ার আগে শেষবারের জন্য
মর্যাদা,যোগ্যতা আর ন্যায়ের মূল্য পেতে
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে তাই ফসলের ডাক।
আপনার মতামতের জন্য