নদীর কছে জল চেলে
বিমুখ করেনা
ফুল ভুল করে বলেনা সুবাস দেবনা।
তাই আমি প্রকৃতির কাছে
ভলোবাসা শিখতে যায়।
এই মাটি-জল,ফুল-পাখি, নদী
যে ভালোবাসার কথা কয়
হৃদয় নিংড়ে যে প্রেমের রং ছড়ায়
তা কি কখনও কারোর সাথে
তুলনা করা যায়!
প্রকৃতি প্রেমে কোন কৃত্তিমতা নেই
ছলনায় ভুলিয়ে রাখেনা কখনও
অবারিত দ্বার খোলা আছে প্রকৃতি প্রেমে
এসো যায় প্রকৃতির কাছে
প্রেম শিখে শুদ্ধ হই।
আপনার মতামতের জন্য