জানি গো জানি সজনি
রবে না এ কাল রজনী
মনমূলে দেখি ফিরে
সকলি রয়েছে পড়ে
সহসা বিবশা হল কামিনী।
বারে বারে আপনারে
কে না চাহে দেখিবারে
স্রোতধারে মন যারে
ব্যাকুলিয়া টেনে ধরে
মরমে মরিছে আজি ধরনি।
নিত্যধারা অবগাহি
তোমারি পানেতে চাহি
আমারি কুসুম মন
ঘেরে যেন অনুক্ষণ
তোমার ওই তরণী।।
সুখস্পর্শে সুযতনে
না হারাই ও রতনে
যে রতনে সংগোপনে
শান্তি আনে মনে মনে
ব্যথা ভুলি আপনি।।