রাতের শেষ ট্রেন স্টেশনে দাঁড়ালো
একজন নারী নামলো পরনে শাড়ি,
স্টেশনে সারমেয় চিৎকার শুরু করে
পুরুষ অপেক্ষা করে ফিরেছে বাড়ি।
দরজায় কলিংবেল,ঘুমিয়ে থাকে পাড়া
পুরুষ দরজা খোলে ঘরে আসে নারী;
তারপর চিৎকার শুরু,পুরুষকে দমিয়ে
রেখে নারী যায় চিরতরে বাড়িঘর ছাড়ি।
তারপর ইতিহাস শুরু,ইতিহাসে ঠাঁই পায়
মৃত্যুহীন ভালোবাসা আন্দোলনের গান,
ছিন্নমূল আশা জাগে,স্বপ্নের জাগরণ ঘটে
হেমন্তের মাঠে কাটা শুরু নবান্নের ধান।
সব পথ মিশে যায় মেহনতি মানুষের সাথে
অবশেষে সেই সব মুখ,সব সুখ ভালোবাসা
খুঁজে পায় সুদিনের পথ,গান,কবিতা,ভাষায়
শপথে অঙ্গীকারে ফিরে পায় মঙ্গলা আশা।