এক দিন অন্যদিন কে হারিয়ে
সে বিজয়ী হয়ে ওঠে।
জয়ের আনন্দে এক পাত্রে
পান কোরে তৃষ্ণা মেটে
বারে বারে।
রাজহংসী র ধবধবে সাদা ডানায়
দুটো কালো পালক
ময়ূর মরেছে চিতাবাঘের রুপের ঝলকে।
অনেক বার বলেছি
চল পাল্টাই একবার নিজেকে।
এখানে মন ভালো থাকে না—–
যেখানে ক্ষুধার রাজ্যে পৃথিবী পদ্যময়
ভালোবাসা ঝলসে পুড়ে পুড়ে
আমার পৃথিবী হবে
সোনার মতো খাঁটি।।