এবার শীতে ফিতা কেটে
পিঠা,পুলির উৎসবে
এতিম অনাথ দুস্থ,হাভাত
সব সুহৃদের দূত রবে।
ওদের রেখে রসের পিঠার
স্বাদ নেওয়া নয় সংগত,
মন থেকে তা করব সবাই
থাকব না তো ঢংরত।
পতিহীনা বৃদ্ধা নারী
নিঃস্ব, নিপাট অভাবী
তাদের জন্য করতে পারা
হোক অমাদের স্বভাব-ই।
এবার শীতে ফিতা কেটে
পিঠা,পুলির উৎসবে
এতিম অনাথ দুস্থ,হাভাত
সব সুহৃদের দূত রবে।
ওদের রেখে রসের পিঠার
স্বাদ নেওয়া নয় সংগত,
মন থেকে তা করব সবাই
থাকব না তো ঢংরত।
পতিহীনা বৃদ্ধা নারী
নিঃস্ব, নিপাট অভাবী
তাদের জন্য করতে পারা
হোক অমাদের স্বভাব-ই।