নিত্যকার সুর ফেরত পাঠিয়েছি সিরামিক সভ্যতার স্বর্গে।
অসুরের কাঁধে
কলংকের দায় চেপেছে,
উগ্রতার বাতাসে আউলাকেশীর হাতে মানবের রক্তঝরার কাহিনী,
শুনে শুনে সূর্যটা হাসে।
আর হাসে স্খলিত সভ্যতা।
শান্তিচুক্তির দুইগালে দানবের বিভৎস চুম্বনের ঘোর, মধ্যবিত্তীয় কলম জাল পেতে ধরে কেবল চুনোপুঁটি।
দুহাতে চুড়ি পরি,
আর ব্যর্থতার জিন্দাবাদে
দেয়াল কাঁপাচ্ছি বটে।
জনকোলাহল বিহীন বিরাণ মাঠের ক্ষুধার্ত চাষির গ্রীবাদেশে খড়গ চেপেছে।
তার কোনো খামতি নেই, সদ্যোজাত নতুন নতুন পাতাগুলোর ওপর থেকে সরে যাচ্ছে সূর্যটা—
তার কোনো সুরাহা নেই।