তোমাকে আমন্ত্রণ জানালাম ;
আমাদের পৌষ পার্বণে তোমাকে আমন্ত্রণ ;
আমার পাড়া-গাঁয়ে তোমাকে আমন্ত্রণ ;
তুমি এলে , তোমাকে খেতে দেবো
আমার মায়ের হাতে গড়া পিঠা-পুলি ,
খেঁজুর গুড় …
তোমাকে দেখাবো , সারাটা মাটির উঠান জুড়ে কিভাবে আলপনা আঁকা হয় ;
কিভাবে পড়ে পড় ,
লক্ষ্মীর পড় ;
ফুলে ফুলে ভরে ওঠে সে পড় গুলো ,
মাটির উঠান ;
কিভাবে উঠান জুড়ে ধানের পূজা হয় ;
পূজা হয় গাছ-গাছালির …
তোমাকে দেখাবো ;
দেখাবো আমাদের পৌষ পার্বণ ,
মেঠো উৎসব , পাড়া-গাঁয়ের সহজ সরল জীবনাচার ;
সেই ভোর থেকে মায়ের হাতে সেজে ওঠে ঘর ,
উঠান , মাটির উনান …
তোমাকে সবই দেখাবো , সব .…
আমার পাড়া-গাঁ , আটপৌরে মানুষের বুকভরা ভালবাসা , ভালো-বাসা ;
মেঠো ঘর , গোয়াল , ধানের জমি , আলপথ …
মেঠো পথে বাউলের একতারার সুর ;
এখানে এখনও ভোরের বাতাসে পাখির কুজন ;
এখানে এখনও সকালের আলোতে –
জবা কুসুমো, শংকাশন…
আর আমাদের দেহাতি মানুষের সংলাপ …
দেহাতি পংক্তি জীবন …
তুমি আজ এসো আমাদের পাড়া-গাঁয়ে ;
আমাদের পৌষ পার্বণে ।।