abdur razzaque

দেশকাল
আবদুর রাজ্জাক

কোনো এক নির্বোধ অযথাই গোলাপ বাগানে
ঘোরাঘুরি করে, গাধা বললে ভুল হবে ভেবে তাকে
ছাগল বলি, ভালো দামে বেচা হতে পারে।
সবকিছু জটিল হওয়ার আগে নির্বোধের সকল প্রকার

সওয়াল জওয়াব শেষ হয়ে যায়।
বাঁকা নদীর ব্যথা ধারণ করেছি, সুখে-দুঃখে, ক্ষীণস্রোতে।
তার ধুলোমাখা চাঁদের কণা কখনই গায়ে মাখিনি,
তবে নির্বোধের কারণে দিন যায়, রাত যায় নীরবে, নিঃশব্দে।
এখন আর যাওয়া আসা নেই, থেকে যাওয়ার বাসনা উহ্য
থাকে ইচ্ছাপুরাণে।

কতো অল্প কথা কল্পনায় ভেবেছি, আবার ভুলেও গিয়েছি,
সকালের রৌদ্রে একজোড়া কবুতর পাখা খুলে বসেছিলো, উজ্জ্বল।
তাদের চুমুতে ঠোঁট কাঁপে, সৌম্য রৌদ্দুরের,
সকালের হাসি দুপুরের হাসি হেসে বললো, কোনোকিছু ঘটেনি,
সবকিছু ভালো আছে। সবশেষে কিছুই ভালো হলো না।

মালিনী! কখনও কি তোমার কাছ থেকে ভালোবাসা নিয়েছি?

Leave a Reply