Afnan Sheela

আফনান শীলার একগুচ্ছ অণুকবিতা

শিরোনামহীন – ১

মন রাখতে দিয়েছি ,
মনে রাখতে দিয়েছি ,
এখন কেমন আছি – – ?
আমাকেই বলতে হবে ? ?

  • শিরোনামহীন – ২

পথ ভেবে পেরিয়ে যেতে চাইছো ?
কাঁটা ভেবে এড়িয়ে যেতে চাইছো ?
জঞ্জাল ভেবে মাড়িয়ে যেতে চাইছো ?
তারচেয়ে বরং সমস্যা ভাবো ,
কারণ , —-

প্রতিটি সমস্যার মাঝেই আছে সাফল্যের বীজ ,
তাই সমস্যার আরেক নাম সম্ভাবনা !

  • শিরোনামহীন – ৩

হৃদয়ের কথা হৃদয় বোঝে ,
মনের কথা মন ,
মুখোমুখি বসে শুধু
এলেবেলে কথা কিছুক্ষণ!
উদভ্রান্ত হৃদয়
আর দিকভ্রান্ত মন ,
দাগ কাটে
হৃদয়ের আরশিতে
সারাটা ক্ষণ।

  • শিরোনামহীন – ৪

যদি কোনদিন
খুব কাঁদতে ইচ্ছে করে ,
কেউ কাছে না থাকে ,
ডেকো – – – –
প্রতিশ্রুতি দিচ্ছি , –
কাঁদবো তোমার সাথে ! !

  • শিরোনামহীন – ৫

আমাকে মৌনতা দাও – –
বিনিময়ে যা চাও ,
পেতে পারো !

আলো ঝলমল দিন আর
উৎসব মুখর রাত ,
সব তোমাদের !

আমি শুধু মৌনতা চাই !

-শিরোনামহীন-৬

শিরোনামহীনেরা গুন গুন করে
মনে ও মগজে —।
চায় না খাতা,
ফেবুর পাতা,
থাকতে পারে খুব নিরবে,
হাতে হাত ধরে, হৃদয় জুড়ে।।

-শিরোনামহীন- ৭

অভিনয়ের জীবন
নাকি জীবনের অভিনয়?

নিশিদিন স্বপ্নঋণ—
করে করে —
একি বাঁচা না মরা?

একসময় অণুকবিতার প্রতি একটা দূর্ণিবার আকর্ষণ জন্মেছিল।তারই বহিঃপ্রকাশ ঘটেছিল আমার লেখা কিছু অণু কবিতায়।

Leave a Reply