বিবর্তন
আফনান শীলা
প্রতিদিন প্রতিক্ষণ,
দেখি কতশত অনাচার,
সত্যের অপলাপ আর –
অবিমিশ্র হঠকারিতা ।
নানারকম প্রলেপ দেয়া ,
চকচকে এক একটা অবয়ব,
দেখে দেখে অবাক হতে হতে,
ক্লান্ত হতে হতে ,
আমি ঢুকে যাই ,
আমার একান্ত খোলসে।।
শামুকেরা ও তো বেঁচে থাকে এভাবে,-
দিনের পর দিন।
আমি ও থাকি, –
আমার নিজস্ব কারাবাসে।
কখনো বা আমি ক্যাকটাস হই ,
ভেতরের জল আড়াল করে ,
সেজে উঠি কন্টক আচ্ছাদনে।
নিভৃতেই থাকি ,-
শ্যমলে সজীব হেসে ওঠা
বাগানের এক কোনে।
তারপর একদিন,-
আমার সব ক্ষতি মেনে নিয়ে,
ফুৎকারে কষ্টগুলো উড়িয়ে দিয়ে
কোমল কিছু ডালপালা
আকাশে মেলে ধরি–!
নির্জনতায় আমি উদার হই,-
আরো,আরো উদার!
আকাশের মতো কি?
তবুও আমার আঁশ মেটে না,
আসলে আমি –
প্রকৃতির মতো উদার হতে চাই।
প্রবল হুতাসনে ও
আমার মৃত্যু হয় না,
বরং ঝরে যায়,ব্যাধি ।
অপেক্ষায় থাকি,
সর্বগ্রাসী দহনকাল শেষে
কোন একদিন ,
কোন এক মাহেন্দ্রক্ষণে,
ফিনিক্সের ডানায় ভর করে,-
জেগে উঠবো আবার,পূর্ণ প্রাণে।
১৬.০৪.২০২২ খ্রি: