Ajit kumar Jana

অজিত কুমার জানা

সাগরে মেশা
অজিত কুমার জানা

জল দিয়ে নদী মূর্তি বানায়,
স্রোতের তুলিতে চক্ষুদান করে।

অতঃপর জীবনের সূচনা !

সংখ্যার শেষ নেই,
সীমানা তার অসীম-।

দেওয়াল নদীকে বাঁক নিতে বলে,
ভিতরে ভরপুর তাজা অনুশীলন।
কর্মের অভ্যন্তরে আনন্দ পাঁজর,
নিজেকে নিঃশেষ করে,
লক্ষ্য সাগরে মেশা।

অজিত কুমার জানা

গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর,
জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ। ভারত।

Leave a Reply