Ajite Bharagya

চন্দ বিন্দু
অজিত বৈরাগ্য

তোমার অত দরকার নেই ভাই
বাংলা বর্ণ মালা তে ।
আমরা না হয় থাকব
অন্ধকার অমাবস্যা রাতে ।
চাঁদ বা নাই উঠুক
পথিক পথ হারাক মাঝ বনে ।
জোনাকি পোকা বাঁশ ঝাড়ে
না বসুক সাঁঝের বেলাতে।
তোমার অত দরকার নেই ভাই
বাংলা বর্ণ মালা তে ।
রাখাল না বাজাক বাঁশি
গরুর দল না আসুক গৃহে ।
অভুক্ত মায়ের শিশু কেঁদে হোক
সারা কার বা কি আসে।
হাঁস গুলো জলে না খেলুক
পেঁচা না ডাকুক নিশিতে ।
তোমার অত দরকার নেই ভাই
বাংলা বর্ণ মালা তে ।
গৃহে না পড়ুক ঝাঁড়
ধোয়া না উঠুক উনুনে ।
ঘড়ির কাঁটা যাক থেমে
মা না জাগুক ভোরেতে ।

তোমার অত দরকার নেই ভাই
বাংলা বর্ণ মালা তে ।

দূরে থাকো

বন্ধু আমার দূরে থাকো
বলা বড়ো শক্ত
মনের মাঝে ভয় রয়েছে
তাই তো সবাই জব্দ ।
আপন জনের সঙ্গে আমার
আর হবে না কোলাকলি
বিভেদ গড়া পাঁচিল তোলা
হয়েছে এক মহামারী ।
মানব জাতি পর হয়েছে
একে অপরের
প্রাচীন প্রথা দল ব্যবস্থা
ভেঙেছে এই মহামারীতে ।
ঘর হয়েছে আপন সবার
পর হয়েছে মানুষ ।
তাই তো বলি দূরে থাকো
হাত রেখো না কাঁধে
ধন্যবাদটি জানাও তুমি
দূর থেকে ।

Leave a Reply