কিরন
অজিত বৈরাগ্য
অন্ধকারে আলো তুমি
চলার পথের সাথি
গরিব দুঃখি সবার মুখে
ফোঁটাও তুমি হাসি ।
লক্ষ তোমার আকাশ ছোঁয়া
স্বপ্ন তোমার বিশ্ব মাঝে
ছড়াবে শান্তির বাতা ।
সূর্যের কিরন তুমি
তাইতো স্বপ্ন দেখাও
ঘোচাবে শত কালিমা ।
অভাগীর ঘরে জ্বালাবে
জ্ঞানের দীপ্ত শিখা ।
তোমার আলোয় জেগে উঠুন
সবাই নতুন ভাবে
হাত বাড়াক একে অপরের
দিকে জাতি ধম বন নির্বিশেষে ।
বিশ্ব মাঝে ছড়াক এক
নতুন ধম নতুন গানের বাতা ।
মানব জাতি এক হয়েছে
শত বিভেদ মুছে গেছে ।
জয় হয়েছে শুভ আলোর
এক ফোঁটা কিরনের ।