Alok Mitra

সতর্কীকরণ বিজ্ঞপ্তি
অলোক মিত্র

বঙ্গবন্ধুর কেবিনেটে যেমনি ছিল
খন্দকার মোস্তাক।
এখনো আছে তেমনি
বিভিন্ন সেক্টরে ওদের
ছায়া প্রেতাত্মারা,
ঘোমটা টেনে লজ্জা হেসে
বেড়ায় ঘুরে মহাউল্লাসে।
জামাই আদর নিচ্ছে তুলে,
নানাবিধ সুবিধা নিচ্ছে পদে পদে।

থাকছে বসে চাতক পাখি
ভেঙে যায় কখন ঘর,
নানা অজুহাতে।
একডালে মন বসে না,
ওদের মনের কী দোষ?

উন্নয়নে জ্বলছে ওদের
পদ্মাসেতু কাঁপছে তবে,
উন্মাদনায় নাচছে সবে
দ্রব্যমূল্য উর্দ্ধগতি
টেনে নামাই গদিখানি,
এটাই তবে চাই।
বলছে সবে, আর হবে না,
আর হবে না,
সময় পেলে উল্টোরথে
হাঁটতে তারা চায়।

মরা গাঙ, বলেশ্বর।

Leave a Reply