
আলোকের আলোয় মুখ দেখা
অমিতাভ সরকার
বৃহস্পতি তুঙ্গে থাকলে মানুষ নাকি অনেক অসাধ্য সাধন করতে পারে।
দিনের পরে যেমন রাত আসে, তেমনি মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়।
’কেউ পাশে থাকে না, এসেছি একা, যেতে হবে একা’
এই কথাগুলো যেমন ঠিক, জীবনের অমোঘ সত্যকে সামনে রেখেই মিথ্যার কষ্টের রাতের পরে সত্যের ভোরে আশার আলোর মুখ দেখাচ্ছেন সাহিত্যিক সুদীপ ওম ঘোষ। আলোক পত্রিকা এ বছর প্রথম আত্মপ্রকাশ করল এবং এই বছরই আলোক সংখ্যার প্রথম বর্ষ প্রকাশিত হয়েছে। প্রবন্ধ, ছড়া, কবিতা ,ছোট গল্প, বড় গল্প, ভ্রমণ, রম্য রচনা, রান্নাবান্না, খেলাধুলা কিছুই বাদ যায়নি। এই শারদ সংখ্যায় লিখেছেন সিদ্ধার্থ সিংহ, ডি. অমিতাভ, সুজান মিঠি, পল্টু বা, কৌশিক গাঙ্গুলীর মত বিদগ্ধ লেখকরা। সম্পাদনা করেছেন সুস্মিতা সাহা এবং দামিনী। নানা স্বাদের বিপুল সম্ভার এবং বেশকিছু সম্ভাবনাময় লেখায় বইটি সুন্দরভাবে সজ্জিত হয়েছে প্রথম বারেই। না আর বেশি কিছু বলা ঠিক হবে না। সৃষ্টির রসা আস্বাদন করতে গেলে খেতে না বসলে উপায় নেই। পাঠকরা পড়ে দেখুন।বইটা কিনে একদমই ঠকবেন না। বরঞ্চ, আমাদের খুব ভালো লাগবে।পরের সংখ্যা গুলো কিনতে ইচ্ছে করবে। আলোক আরও উজ্জ্বল হোক, আরও আলো বিকিরণ করুক।
ছবিঃ আলোক পত্রিকার প্রচ্ছদপট,
সাহিত্যিক সুদীপ ওম ঘোষ,
অমিতাভ সরকার
