একাকিত্ব
অনসূয়া দাস
থাক না কিছু অব্যক্ত বাণী সংগোপনে
চোখের কোণের শ্রাবণধারা না হয় লুকোনো থাক,
কষ্টগুলো সঙ্গী হয়ে থাক না মনের অন্তরালে
আবেগের প্রগাঢ়তা মিশে থাক অন্তরে,
অনুভূতির প্রকাশগুলো করুক নিছকআত্মগোপন।
মনমাঝি তার বৈঠা না হয় একাই
চলুক পাল উড়িয়ে।
বসন্তের মিষ্টি হাওয়া থাক না মনের অগোচরেই
পলাশবনের কোকিল-কুহূক
বৃথাই করুক কলকাকলি
নীল আকাশের শশীকলা,
স্নিগ্ধ করুক একার হৃদয়।
একাই যখন চলতে হবে
পথটা না হয় আপনার হোক।।