জীবনের রঙ
অনসূয়া দাস
যার সাথে যার মেলার আছে
মিলবে তারা সবের শেষে,
উতলা মনের নাগাল যেন
হারিয়ে না যায় হঠাৎ করে,
মনের অনেক অলিগলি
নানান রংয়ের ছড়াছড়ি,
কোন রঙে যে রাঙিয়ে নেবে
অবাধ্য মনের রঙের তুলি,
শেষ যে আছে কোথায় লেখা
আজকে সেটা থাক না আড়াল,
এটাই মজা জীবন পথের
আনাচ -কানাচ কুয়াশা ঘেরা,
কুয়াশা ছেড়ে বেরোবে যখন
আলতো কিরন ছড়িয়ে দিয়ে,
দুহাত পেতে গ্রহণ করো
প্রথম রোদের মিঠে হাসি,
আলাপ হবে নিত্যনতুন
অনুভূতির হরেক রঙে।।