Ankita Dey

পুজোর শুভারম্ভ


অঙ্কিতা দে

শারদীয়ার মরসুম… শুধু শারদীয়ার বলা ভুল। এক প্রকার প্রেমের মরসুম ও বলা চলে। আমরা বাঙালিরা শুধু বাঙালিই বা এটা এমন এক অনুষ্ঠান যেখানে কোনো জাতির ভেদাভেদ থাকে না। যাই হোক….. বছরে এই চার টে দিনের জন্য আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি। এই পুজো কে ঘিরে আমাদের কত আনন্দ,হইহুল্লোড়, ঘোরাফেরা আরো কত কিছু। এই পুজো কে ঘিরে কিছু মানুষের এই চার টে দিন খুব শান্তি তে কাটে।কিন্তু এই করোনা পরিস্থিতি দু বছর যাবৎ খুব বাজে অবস্থা এর মধ্যে দিয়ে গেছি প্রত্যেকেই। বিশেষ করে দোকামদার দের দিক দিয়ে। আমরা অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পেরেছি। খেটে খাওয়া মানুষ গুলো আবার তাদের পরিবার নিয়ে খুশি তে মেতে উঠেছে।

দুর্গা পূজো নাম টা শুনলেই মনের ভিতর থেকে কেমন একটা প্রেম ভাব জাগে। দুজন মিলিয়ে মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরা, হাত ধরে একটার পর একটা পান্ডেল ঘোরা, সেই চার টে দিন কোনো বাধা নিষেধ ছাড়া মনের মতো খাওয়া নানান নিয়মের বাইরে গিয়ে।

ছোট দের আর এক আনন্দ…. নতুন জামা কাপড়, জুতো… মা বাবার সাথে অনেক ঘোরা। বাড়ি অনেক লোক জন আসা,তারা কেউ কেউ নতুন নতুন জামা কাপড় দেয়া। ছোট দের জন্য চরম খুশির মুহূর্ত। শুধু ছোট দের না সব বয়সের মানুষ দের জন্য এই চার টে দিন খুব মজার।

Leave a Reply