‘সঠিক মানুষ’
অঙ্কিতা দে
আমরা প্রত্যেকেই বাইরে টিউশন পড়ি। যাদের অবস্থা খুব খারাপ তাদের মা বাবা ও খুব কষ্ট করে ছেলে মেয়ে দের পড়াশোনা করাচ্ছে।যাতে তারা একটা ভালো জায়গা তে গিয়ে নিজে স্বাধীন ভাবে বাঁচতে পারে। এবং এরম অনেক মানুষ আছে যাদের একদম ই অবস্থা নেই পড়ানোর কিন্তু সেই ছেলে মেয়ে রা পড়তে চায়ে,তারা হয়ে তো খুব ভালো পড়াশোনা তে।কিন্তু টাকার জন্য তারা পড়াশোনা থেকে দূরে। অনেক শিক্ষক শিক্ষিকা রা আছেন যারা টাকার বিনিময় পড়ায় বাড়িতে। যারা টাকার জন্য পড়তে পড়ছে না সেই সব মানুষ দের সাহায্যর জন্য যদি কিছু শিক্ষক শিক্ষিকা টাকার বিনিময় না, তাদের ভবিষ্যতের জন্য তাদের শিক্ষা দান করে থাকেন তাহলে অন্তত যারা পড়াশোনা করতে চায়ে তারা সেটা করতে পারে।
এই সমাজে অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা এই জিনিস টা বোঝে এবং তাদের সাহায্য করে।আমরা মনে হয় যে এরম ভাবে শিক্ষক শিক্ষকা রা যদি এগিয়ে আসে তাহলে টাকার জন্য সেই সব মানুষ দের চিন্তা কিছু টা হলেও দূর হয়।