Ankita Dey

অঙ্কিতা দে
বৃষ্টি তুমি

বৃষ্টি তুমি ঝরাচ্ছ তোমার অশ্রু ধারা অঝোরে।
কি ব্যথা বলো গো মরে।।
আমারো মাঝে আছে বহু ব্যথা।
বলো তুমি কেন এ অকারণ অশ্রু ধারা।।
তোমার অশ্রু মাঝে ধুয়ে যাও আমারো দুখ।
তবে বলে যাও তোমার বারি দুখ নাকি সুখ।।
সুখ যদি হয় বলে যাও কিসে সুখ তোমার?
তোমার সুখ কিছু অংশ হোক আমার।
যদি দুখ হয় তাহলে চলো মিশে।
দুজনাতে বারি ভিজে।।

Leave a Reply