Ankita Dey

অঙ্কিতা দে
বাদল দিনের প্রথম দেখা

বৃষ্টি তে ভিজে তোমাকে কিন্তু আরো বেশি সুন্দর দেখায়।আমি সে দিন দেখছিলাম তোমার সাধা শার্ট ভিজে গিয়ে তোমার গায়ের সাথে চেপে আছে।সাথে নীল জিন্স। তুমি তো পুরো ভিজে গেছো। শার্ট টা হাতের কনুই অবধি গোটানো।তোমার এলোমেলো চুল থেকে গড়িয়ে পড়ছে জল।একটা দোকানের নিচে আমি দাঁড়িয়ে ছিলাম।তুমি এসে ঠিক আমার পাশেই দাঁড়ালে।

বৃষ্টি ভেজা তুমি আর তোমার শরীরে হালকা সুগন্ধ। জানি না ও দিন তুমি আমাকে ঠিক ভাবে দেখেছো কি না। কিন্তু আমি কিন্তু তোমার থেকে চোখ সরাইনি। যতক্ষন তুমি ছিলে আমি তোমাকেই দেখছিলাম। তারপর তুমি আমার কাছে এসে বললে ” আচ্ছা সময় কত হলো”? আমার গলার স্বর, সাথে হালকা মিষ্টি হাসি।জানি না আর কোনো দিন দেখা পাবো কি না।কিন্তু তোমার ঐ ক্ষনিকের দেখা আমার হৃদয় জুড়ে থাকবে সারা জীবন।

জীবনে এই প্রথম কাউকে দেখে এমন অনুভূতি হলো। কিন্তু যার জন্য এতো কিছু সেই কিছু জানতে পারছে না। যদি তা কে একবার বলতে পারতাম।হয়ে তো তার মনে আমার জন্য কোনো দাগ কাটেনি। কিন্তু সে আমার হৃদয় মাঝে গভীর ভাবে দাগ কেটে দিয়ে গেছে।তা কে যদি আমার অনুভূতি টা বোঝাতে পারতাম।এখন বৃষ্টি দিনে বেরোলেই ভাবি এই বুঝি তোমার সাথে দেখা…কিন্তু না… কই তুমি….কোথাও নেই…..

Leave a Reply