সব সম্পর্কে পবিত্রতা থাকে না।
অঙ্কিতা দে
কিছু মানুষের সাথে হয়তো কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তাও সে যেন মনের কোথাও ঠিক থাকে যায়, ঠিক স্কুল জীবনে উপহার পাওয়া সেই বই টার মতো। কোনো মানুষের সাথে হয় তো ৩০ মিনিট কথা তাতেই যেন সেই মানুষটি কত না আপন ঠিক ছোট বেলার সেই ছোট্ট জুতো জোড়া,একটা জুতো হয় তো অনেক দিন আগেই হারিয়ে গেছে আর একটা কে আঁকড়ে ধরে রেখেছি কারণ সেটা আমার খুব প্রিয় ছিলো। কিছু মানুষের সাথে হয় তো বন্ধন অনেক আগেই ছিন্ন হয়ে গেছে কিন্তু থেকে গেছে তার কিছু স্মৃতি,থেকে গেছে তার সাথে কাটানো মুহূর্ত।
বন্ধু………বন্ধু শব্দ টা বলা যত টা সহজ কিন্তু সেই বন্ধুত্ব টিকিয়ে রাখা তার থেকেও অনেক বেশি কঠিন। বন্ধু শব্দ টি তিন টি অক্ষরের হলেও তার মধ্যে মিশে থাকে তিন জন্মের সন্পর্ক।কিছু বন্ধু থাকে যারা মনের অনেক টা অংশ জুড়ে থাকে ঠিক যেন প্রিয় সেই পুতুল তার মতো।
ভালোবাসা……ভালোবাসা একটা পবিত্র আত্মা।যেখানে শারীরিক না মনের মিলন দরকার।দুটো মানুষের সুখ দুঃখ ভাগ করে নিয়ে টাই ভালোবাসা।আমার কাছে ভালোবাসা মানে দুজন দুজন কে বোঝা, দুজন দুজন কে সময় দেয়া আর দুজন দুজনকে অনেক টা সম্মান করা।
সব সম্পর্কে পবিত্রতা থাকে না।একদিনের দেখাতে ৩০ টা বছর সম্পর্ক থাকে আবার ৩০ বছরের পরিচিত মানুষ ১ মিনিট ও নেবে না নিজে কে পাল্টাতে। শুধু সঠিক সময়ে সঠিক মানুষ টা আসা অত্যন্ত জরুরি।