তুমি কল্পনা তে রবে
অঙ্কিতা দে
আমার ভালোলাগে বৃষ্টি ভেজা মাটির গন্ধ।
আমার ভালোলাগে সারাদিনের ক্লান্তি দূর করে রাতে ভুতের গল্প।।
আমার ভালোলাগে বৃষ্টির দিনে একলা জানালাতে বসে প্রকৃতি দেখতে।
আমার ভালোলাগে পুরোনো সেই তুমি টা কে নিয়ে ভাবতে।।
আমার ভালোলাগে দুজন মিলে দূরে ঐ খানে হেঁটে যেতে।
আমার ভালোলাগে কল্পনাতে তোমাকে কাছে পেতে।।
আমার ভালোলাগে সব কল্পনা কে সত্যি রূপ দিতে।
আমার ভালোলাগে সবার থেকে তোমাকে কেড়ে নিতে।।
“তুমি কি সেই আমার অজানা গল্পের নায়ক?
তুমি কি আমার সেই কল্পনার মতো ছুঁয়ে যাওয়া পুরুষ?”
আমার ভালোলাগে দু দন্ড তোমাকে কাছে পেতে।
আমার ইচ্ছে করে দুজন মিলে বৃষ্টি তে মিশে যেতে।।
আমারো ইচ্ছে করে দূরে অজানা কোথাও হারিয়ে যেতে।
আমি পারি না শুধু তোমার মুখ খানি ভেবে।।
। তুমি কল্পনা তে রবে।।
কলমে– অঙ্কিতা দে
প্রিয় মানুষ টি কে উৎসর্গ করা ❤️