‘কঠিক পরিস্থিতি কে জয় করা’
অঙ্কিতা দে
আমরা প্রায় দুই বছর যাবৎ একটা বাজে পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। করোনা ভাইরাস আমাদের এই দুই বছরে অনেক কিছু শিখিয়েছে।অনেক শিক্ষা দিয়ে গেছে।কিছু খেটে খাওয়া মানুষ দের দু বেলার অন্ন ঠিক ভাবে ওঠেনি। কিছু মানুষ আছে যারা দিনের দিনে টাকা না আনতে পারলে বাড়ি তে সব অভুক্ত থাকবে।
অবশ্যই আমাদের সতর্কতার জন্য আমরা যথেষ্ট নিজে দের সাবধান রেখেছিলাম।মাস্ক পরে,
স্যানিটাইজার ব্যবহার করা, আমরা বাড়ি তেই ছিলাম নির্দিষ্ট সতর্কতা অবলম্বন করে।কিছু অফিসে কাজ করা চাকরিজীবী রা তারা ঘরেই কাজ করেছে ঠিক ই। কিন্তু যারা বাইরে বেরিয়ে কাজ না করতে পারলে অন্ন মুখে উঠবে না।যেমন ড্রাইভার,সবজি বিক্রেতা,দোকান দার ইত্যাদি। আমরা মধ্যবিত্ত শ্রেণীর কিছু মানুষ এই কঠিন পরিস্থিতেও তাদের পাশে এসে দাঁড়িয়ে ছিলো।
করোনা পরিস্থিতি তে যখন হাসপাতালে জায়গার অভাব সেই মুহূর্তে কিছু মানুষ নিজে দের জীবন তোয়াক্কা না করে সেই সব মানুষের পাশে ছিলো। ডাক্টার রা তারা দিন রাত এক করে তাদের সুস্থ করার জন্য।কিছু মানুষ তাদের পরিবারের কাছে ফিরে এসেছে।আর কিছু মানুষ হারিয়েছে তাদের জীবন,কিছু পরিবার হারিয়েছে তাদের প্রিয় মানুষ কে। আমরা অনেক সংগ্রাম করে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি। আমরা আশা রাখি আগামী দিনে এরম পরিস্থিতি সম্মখিন হলে এরম ভাবে আমরা একে অপরের পাশে থাকতে চাই।
