বিষয় : আগমনীর গান
কলমে : অনুপ কুমার ঘোষ
শিশিরভেজা সবুজ ঘাসে
পা ফেলে মা দুর্গা আসে
তাইতো বীথি সাজে শিউলি ফুলে।
নদী আসে পা ধোয়াতে
নীল সাগরের মোহনাতে
ঐ বুঝি মা এলো নৌকায় দুলে।
মেঘের পাড়ায় কী আনন্দ
মিটে গেছে সকল দ্বন্দ্ব
চারিদিকে বয় ধানের গন্ধ
পাখিরা কথা বলে __
বছর পরে মা এসেছে বসুন্ধরার কোলে।
কাশের বনে হাওয়ার দোলা লাগে
আকাশে – বাতাসে মাতৃশক্তি জাগে
দেব-ঋষিদের আহ্বানে স্বর্গ- মর্ত্য- ত্রিভুবনে
অসুরদলনী অসুর কুলকে দলে।
ওরে তোরা বরণ ডালা সাজা
নেচে – নেচে ঢাকের বাদ্যি বাজা_
মুছে গেছে সকল ক্লান্তি
নেই ভেদাভেদ __ শুধুই শান্তি
আলোর মধু ঝরে শতদলে
মা এলোরে জননী আমার এলো মুক্ত চুলে।