বিষয় :: আধুনিক গান
কলমে:: অনুপ কুমার ঘোষ
সোনা ঝরা রোদ্দুরে
খুশির সমুদ্রে
চলনা গো স্নান সেরে আসি,
তোমায় কাছে পেয়ে
ভালোবাসার ঢেউয়ে
মনে হয় সারা জীবন ভাসি।
ঐ দূরে ঝাউ বনে
উড়ে আসা সমীরণে__
কানে – কানে কত কথা চলে,
আমার লোভী ঠোঁটে
কত যে কথা ফোটে
চুমু হয়ে লাগে তোমার গালে।
মেঘেদের এই পাড়ে
ধ্রুবতারা উঁকি মারে
চোখ ভরে দেখে জুঁইয়ের হাসি
আলোর পাশে ছায়া
ঠিক যেমন বেহায়া
তুমি – আমি রব পাশাপাশি।